নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার নিউইয়র্কে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি নেতাকে স্বাগত জানান জাতিসংঘে তুর্কি দূত সেদাত ওনাল, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মুরাত মেরকান এবং নিউইয়র্কের কনসাল জেনারেল রেহান ওজগুর।
সফরে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি এমিন এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, অর্থমন্ত্রী মেহমেত সিমসেক, জ্বালানিমন্ত্রী আলপাসলান বায়রাকতার, বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।
আনাদুলু জানিয়েছে, মঙ্গলবার এরদোগানের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সূত্র: যুগান্তর