ইউক্রেনের জন্য ১ ডলারে ২টি মার্কিন ড্রোন!

5

নিউজ ডেস্ক: ইউক্রেনের জন্য দুটি ড্রোন মাত্র এক ডলারে বিক্রির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিক এ্যারোনটিক্যাল সিস্টেমস। এএফপির বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের গ্রে ঈগল ও রিপার ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত উড়তে পারে এবং টার্গেট করা স্থানে হামলা করতে পারে। সিরিয়া, আফগানিস্তান, ইরাক যুদ্ধে এই ড্রোনগুলো ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

জেনারেল এ্যাটোমিকসের প্রধান নির্বাহী লিন্ডেন ব্লু এক বিবৃতিতে জানিয়েছেন, প্রশাসনিক অনুমতি পেলেই আমরা ইউক্রেনকে এমকিউ-৯ রিপার ও এমকিউ-১সি গ্রে ঈগল ড্রোন দিয়ে সহায়তা করব।

তিনি আরও বলেন, ইউক্রেনের সেনাদের বিনা খরচে এসব ড্রোন চালানোও শেখানো হবে।

প্রতিষ্ঠানটি ইউক্রেনকে যুদ্ধবিমান প্রদানেরও প্রস্তাব দিয়েছে। এ সব কিছুর জন্য দরকার বাইডেন সরকারের অনুমোদন।

ইতোমধ্যে ইউক্রেনকে আব্রামস ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। এসব ট্যাংক ইউক্রেনে পৌঁছাতে আরও কয়েক দিন লাগবে।

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। আসছে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের এক বছর হবে। তবে ওই দিন দেশটিতে বড় হামলার পরিকল্পনা রয়েছে রাশিয়র। এমন তথ্য দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: যুগান্তর