পাকিস্তানি ক্লাব ইত্তিহাদ সিসিকে ৭ উইকেটে হারিয়ে তারা এ গৌরব অর্জন করে।
শুক্রবার সকালে আরসিএ ক্রিকেট কমপ্লেক্সের ৫ নাম্বার মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথমে টস জিতে ইত্তিহাদ সিসিকে ব্যাট করার আমন্ত্রণ জানায় গ্রিন বাংলার অধিনায়ক মোশারফ বাপ্পি।
ইত্তিহাদ সামসুজ্জামানের শতকে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। গ্রিন বাংলার পক্ষে জাকির ও মর্তুজা একটি করে উইকেট নেন।
বিশাল লক্ষ্যকে তাড়া করতে নেমে জাকির এবং কালাম উড়ন্ত সূচনায় উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারে ৮২ তোলেন। জাকির আউট হওয়ার পর কালাম এবং মোস্তফার জুটিতে ১৩৮ রানের ওপর ভর করে ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গ্রিন বাংলা।
গ্রিন বাংলার পক্ষে কালাম ১২৪ (৫৯) মোস্তফা ৬৩ (২৮) জাকির ৩০ (১২) করেন। ফলে ৭ উইকেটের বড় জয় পায় গ্রিন বাংলা।
সূত্র: যুগান্তর