নভেম্বরে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের নির্বাচন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

1
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মাসে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে। তবে এটা নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এখন উনারা সিডিউল ঘোষণা করলেই নির্বাচন হবে। মঙ্গলবার সকালে জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে সদর উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শুনানি গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ বিতরণ প্রায় ৪০ জেলায় শেষ হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে সব জেলায় বিতরণ কার্যক্রম শেষ হবে। শুনানি গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত সচিব এসএম মাহবুবুর রহমান প্রমুখ।

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মাসে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে। তবে এটা নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এখন উনারা সিডিউল ঘোষণা করলেই নির্বাচন হবে।

মঙ্গলবার সকালে জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে সদর উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শুনানি গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ বিতরণ প্রায় ৪০ জেলায় শেষ হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে সব জেলায় বিতরণ কার্যক্রম শেষ হবে।

শুনানি গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত সচিব এসএম মাহবুবুর রহমান প্রমুখ।

সূত্র: যুগান্তর