নিউজ ডেস্ক: আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। তবে দিনটিতে তিনি দেশে নেই। মেয়ের নাগরিকত্ববিষয়ক কিছু কাজকর্ম এবং সেখানে অবস্থানরত মাকে দেখতে তিনি দেশটিতে গেছেন। ওখানেই আজকের দিনটি পালন করবেন বলে জানিয়েছেন এ নায়িকা। ঘরোয়াভাবে কেক কাটার পাশাপাশি আমেরিকার কিছু বাঙালি কমিউনিটির অনুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা আছে বলে মোবাইল ফোনে যুগান্তরকে জানিয়েছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবার, প্রিয়জনরাই এ দিনকে ঘিরে বেশি আনন্দ উচ্ছ্বাসে থাকেন। আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। সংবাদ মাধ্যমগুলোও বিশেষ আয়োজন করে, সেটাও ভালোলাগার। এখন যেহেতু দেশের বাইরে আছি, তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। খুব মিস করছি সানী ও আমার ছেলেকে।’
সর্বশেষ সংবাদ
ভোট নয়, ফল চুরি হয়েছে: হিরো আলম
নিউজ ডেস্ক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী ছিলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
এর মধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে...