২১ দিন পর খুলে দেওয়া হলো পূর্ব রাজাবাজার

19

নিউজ ডেস্ক: টানা ২১ দিন লকডাউনের পর মঙ্গলবার (৩০ জুন) রাতে খুলে দেওয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার। তবে চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। মানতে হবে স্বাস্থ্যবিধিও।

এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।টানা ২১ দিন লকডাউনের পর মঙ্গলবার (৩০ জুন) রাতে খুলে দেওয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার। তবে চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। মানতে হবে স্বাস্থ্যবিধিও।

এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি জানান, আজ থেকে আবারো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন রাজাবাজারের বাসিন্দারা।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১০ জুন থেকে ১৪ দিনের জন্য পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন শুরু হয়।