করোনাভাইরাস: চিকিৎসকদের ৫০% বেতন বাড়াল ঘানা, মওকুফ কর

23

নিউজ ডেস্ক: ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদো করোনা মোকাবিলায় সামনের সাড়িতে থাকা চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। আফ্রিকার দেশটিতে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা আগামী তিন মাস জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর বিশেষ আর্থিক সুবিধা পাবেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রেসিডেন্ট নানা ঘোষণায় জানান, এই তিন মাসে স্বাস্থ্যকর্মীদের বেতন পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করা হবে। এ ছাড়া বেতনের উপর তাদের করও আদায় করতে হবে না।

তিন মাস আগে ঘানায় প্রথম করোনা শনাক্ত হয়। তখন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য এমন প্রণোদনা দিয়েছিল দেশটির সরকার। রবিবার রাতে এক ঘোষণায় সেটি আরও তিনমাস বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট নানা।

এদিন টিভি চ্যানেলে এক ভাষণে ঘানার প্রেসিডেন্ট জানান, মহামারী মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে এই বাড়তি আর্থিক সুবিধা দেয়া হলো।