ফের ঢাকার বাতাসের মানের চরম অবনতি

17

নিউজ ডেস্ক: সোমবার (২৯ জুন) সকাল ৮টা ৪১ মিনিটে বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ১৭৩।

পর পর কয়েকদিন টানা উন্নতি হলেও ফের ঢাকার বাতাসের মানের চরম অবনতি হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৮টা ৪১ মিনিটে বাতাসের মান সূচকে (একিউআই) ১৭৩ স্কোর নিয়ে ফের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।

ইন্দোনেশিয়ার জাকার্তা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই যথাক্রমে ১৬৭ এবং ১৬১ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

উল্লেখ্য, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচক ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। আর স্কোর ১০১ থেকে ১৫০ হলে নগরবাসী বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে।