নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের খাওয়া-দাওয়ায় তারকা হোটেলে বড় অংকের যে বিল এসেছে সেটাকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এর তদন্ত হবে। অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।’
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দেশে করোনার রোগী বেড়ে যাওয়ায় শিগগির আরও চার হাজার নার্স নিয়োগ হচ্ছে বলেও জানান।
আজ সংসদে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের থাকা-খাওয়ায় ২০ কোটি টাকার বিলের বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় উপনেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সে প্রসঙ্গে টেনে শেখ হাসিনা বলেন, করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ সরকারি খরচে হোটেলে থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। থাকা-খাওয়ায় একমাত্র মেডিক্যাল কলেজের হিসেব অস্বাভাবিক মনে হচ্ছে বলে বিরোধী দলীয় উপনেতা যেটা বলেছেন— এটাকে স্বাভাবিকভাবেই অস্বাভাবিক মনে হয়। আমরা তদন্ত করে দেখছি, এত অস্বাভাবিক কেন হলো? এখানে কোনো অনিয়ম হলে আমরা তার ব্যবস্থা নেবো।’
শেখ হাসিনা আরও বলেন, ‘মেডিকেলের যন্ত্রপাতি, টেস্ট কিট, সরঞ্জামাদি কেনাসহ চিকিৎসা সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে আমরা দ্রুততম সময় দুই হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছি। আরও একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে করোনা মোকাবিলায় আমাদের সামর্থ আরও বাড়বে বলে বিশ্বাস করি।’