বুড়িগঙ্গায় লঞ্চডুবি :শিশুসহ ১৭ জনের মরদেহ উদ্ধার

52

নিউজ ডেস্ক: বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল নয়টার দিকে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাসগঞ্জ ঘাট এলাকায় নদীতে লঞ্চটি ডুবে যায়।

উদ্ধার হওয়া লাশের মধ্যে পুরুষ ১১, নারী ৪ ও একজন শিশু রয়েছে। পুরুষদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম দিদার হোসেন (৪০)।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে নৌবাহিনী,ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।

এর আগে ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক মাহফুজুর রহমান লঞ্চডুবির বিষয়টি জানান।