নদী ভাঙনের তাৎক্ষণিক খবর চায় মন্ত্রণালয়

7

নিউজ ডেস্ক: একজন চিফ ইঞ্জিনিয়ারের পক্ষে পুরো এলাকা ঘুরে খবর রাখা কষ্টসাধ্য জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী ভাঙনের তাৎক্ষণিক খবরের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

বন্যার পদধ্বনির মধ্যে রোববার (২৮ জুন) সচিবালয়ে এক সভায় একথা বলেন প্রতিমন্ত্রী।

পানি উন্নয়ন বোর্ডকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনের তাৎক্ষণিক খবরের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। কেননা একজন চিফ ইঞ্জিনিয়ারের পক্ষে পুরো এলাকা ঘুরে খবর রাখা কষ্টসাধ্য। সকল সংকটে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, কাজকে বেগবান করতে ও এর গুণগত মান রাখতে আমরা টাক্সফোর্সে লোকবল বাড়িয়েছি। ইতোমধ্যে আমি ৪২টি এলাকা পর্যবেক্ষণ করেছি। আমার কাছে কোনো ফাইল পড়ে থাকে না। প্রধান প্রকৌশলীরা আরও বেশি সাইট পরিদর্শন করবেন এবং কাজের সচিত্র অগ্রগতি প্রতিবেদন দেবেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাজের গতিশীলতা আনতে বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবছি।