সুশান্তের সঙ্গে কথা না হওয়ার আক্ষেপ শোয়েবের

37

নিউজ ডেস্ক: দুই সপ্তাহ হয়ে গেল। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুশোক এখনো টাটকা। অকালে নিজের প্রাণ দেওয়া এই প্রতিশ্রুতিশীল তারকাকে নিয়ে ক্ষণে ক্ষণে স্মৃতি রোমন্থন করছেন বলিউড তারকারা।

মহেন্দ্র সিং ধোনির জীবনভিত্তিক চলচ্চিত্র ‘এমএস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি’তে নাম ভূমিকায় অভিনয় করার কারণে শুধু বলিউড নয়, শোক ছুঁয়ে গেছে দেশ-বিদেশের ক্রিকেট মহলেও। পাকিস্তানি তারকা শোয়েব আখতারের সুশান্তকে নিয়ে কোনো স্মৃতি নেই—তাঁর আক্ষেপ এটিই। সুশান্তের সঙ্গে তাঁর আলাপ হয়নি, আফসোস করেছেন তিনি, ‘মুম্বাইয়ের অলিভ হোটেলে ওর সঙ্গে একবার দেখা হয়েছিল, সেই ২০১৬ সালে। তখন আমি ভারত ছাড়ছিলাম। সত্যি বলতে কী, ওকে আমার তেমন আত্মবিশ্বাসী বলে মনে হয়নি। মাথা নিচু করে আমার পাশ দিয়ে হেঁটে গেল ও। তখন আমার বন্ধু বল, ছেলেটা ধোনির সিনেমায় কাজ করছে।’

নিজের ইউটিউব চ্যানেলে এরপরেই নিজের আক্ষেপের কথা বলেছেন শোয়েব, ‘ও অনেক সাধারণ এক পরিবার থেকে উঠে এসে অনেক ভালো সিনেমায় কাজ করছিল। ধোনির সিনেমাটাও বেশ ব্যবসা-সফল হয়। আমার এখন কষ্ট লাগে কেন ওদিন দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বললাম না। হয়তো ওর সঙ্গে জীবন নিয়ে কথা বলতাম আমি। নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতাম। হয়তো আমার কথা শুনে ও জীবনের নতুন অর্থ খুঁজে পেত।’

আত্মহত্যা যে কোনো অবস্থাতেই করা উচিৎ নয়, সে কথা বলতে গিয়ে আরেক বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ টেনেছেন শোয়েব, ‘ব্যর্থতা জীবনেরই অংশ। পরে যা সম্পদ হয়ে দাঁড়ায়। তোমার সমস্যা হলে তুমি সবার সঙ্গে সেটা নিয়ে আলোচনা কর। দীপিকা পাড়ুকোনের যখন এমন সমস্যা হয়েছিল তখন সে তাঁর সমস্যার কথা জানিয়েছিল। বলেছিল, সে বিষণ্নতায় ভুগছে, ওর সাহায্য দরকার। আমার মনে হয় সুশান্তেরও অমন সাহায্যের দরকার ছিল।’