দীর্ঘ ৩০ বছর পর শিরোপা পেলো লিভারপুল

16

নিউজ ডেস্ক: দীর্ঘ ৩০ বছর পর শিরোপা পেলো লিভারপুল এফসি। ২৫ জুন, বৃহস্পতিবার রাতে ইংলিশ চ্যাম্পিয়ন হলো লিভারপুল। এদিন চেলসি ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে পয়েন্টের বিচারে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় দলটি। সাত ম্যাচ বাকি থাকতেই লিগ জয় করলো মো সালাহরা।

এই পরিস্থিতিতে শারীরিক দূরত্বের তোয়াক্কা না করেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ঢুকে উল্লাসে ফেটে পড়েন দলটির সমর্থকরা।

এর আগে এভার্টনের বিরুদ্ধে ০-০ ড্র করে লিভারপুল। এরপর প্রশ্ন উঠে তিন মাসের বিরতির পর লিভারপুলের ফুটবলাররা ছন্দ হারিয়ে ফেলেছেন কিনা। তবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে নিখুঁত লিভারপুলের সাক্ষী থাকল ফুটলবিশ্ব। শুরুর থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে তিন পয়েন্ট পায় দলটি। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, মহম্মদ সালাহ, ফাবিনহো ও সাদিও মানে এই ম্যাচে গোল করেন। ম্যাচ শেষে তখন দর্শকশূন্য অ্যানফিল্ডেই বুক চাপড়াচ্ছেন ক্লপ। ফুটবলারদের মুখেও হাসি।

বছরের পর বছর প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে থেকেও শেষমেশ ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে লিভারপুলকে। এক সময় ইংলিশ লিগ আর লিভারপুল মানেই অবিচ্ছেদ্য, লিভারপুলই নিয়মিত চ্যাম্পিয়ন হতো। তবে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর আর একবারও লিগ জয় করতে পারেনি লিভারপুল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবের বিজয় দেখতে হয়েছে শুধু।

তবে ক্লপ কোচ হওয়ার পর থেকেই যেন সবকিছু পালটে যায়। লিভারপুল ভক্তদের কাছে ক্লপ ছিলেন হ্যামলিনের সেই বাঁশিওয়ালা। যিনি লিভারপুল কোচ হওয়ার পর কথা দিয়েছিলেন ক্লাবকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করাই তার আসল লক্ষ্য। সেই কথাটাই রাখলেন ক্লপ।