নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ২৭ জুন, শনিবার রাতে এ সংবাদ নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম।
নিহত জুয়েল মিয়া (২৯) জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, টানা বৃষ্টিপাতে ভারত থেকে ভেসে আসা গাছের ডালপালা সংগ্রহ করতে যাদুকাটা নদীতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বের হন জুয়েল মিয়া। এর এক পর্যায়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের ১০০ গজ ভেতরে চলে যান তিনি।
তা দেখতে পেয়ে বিএসএফ সদস্যরা জুয়েলকে লক্ষ্য করে গুলি চালালে তার পেটে গুলি লাগে। তাকে বাংলাদেশের ভেতর থেকে উদ্ধার করে আহতাবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম এ বিষয়ে জানান, তার লাশ বর্তমানে হাসপাতালে আছে।