নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, শনিবার (২৭ জুন) রাতে ঢাকা থেকে প্লেনশিট ভর্তি একটি ট্রাক বগুড়ার উদ্দেশে যাত্রা করে। রোববার ভোরের দিকে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়। এসময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনকে গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
খবর পেয়ে গড়াই হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নিয়েছে।
গড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) দুলাল বাংলানিউজকে জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।