শুটিংয়ে ফিরছেন না অপূর্ব

72

নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসের প্রকোপ না কমলেও এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনেকেই শুটিংয়ে ফিরেছেন; কিন্তু জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এখনই ফিরতে নারাজ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কাউকেই শুটিংয়ের জন্য সিডিউল দেইনি। সিদ্ধান্ত নেইনি কবে নাগাদ অভিনয়ে ফিরব।

সবকিছু আরেকটু স্বাভাবিক হোক। আপাতত করোনার এ ক্রান্তিকালে ঘরে থাকাটাই নিরাপদ মনে করছি।’ প্রায় চার মাস আগে সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেতা। শিহাব শাহীনের পরিচালনায় নুসরাত ফারিয়ার বিপরীতে দ্বিতীয় ছবির কাজও শুরু করার কথা ছিল তার। কিন্তু সেখানেও বাদসাধে করোনাভাইরাস।

এদিকে আজ তার জন্মদিন। শুধু তাই নয়, একই দিন তার সন্তান আয়াশেরও পৃথিবীতে আগমন। দিনটি কীভাবে কাটাবেন জানতে চাইলে অপূর্ব বলেন, ‘আয়াশের জন্মের পর থেকে আর নিজের জন্মদিন নিয়ে কোনো প্ল্যানই করা হয় না। কারণ তাকে ঘিরেই যত আয়োজন থাকে। সেই আয়োজনের আনন্দে নিজের জন্মদিনের কথা ভুলেই যাই। এবারের জন্মদিন নিয়ে কোনো প্ল্যান না থাকলেও দিনটি যে বিশেষভাবে কাটবে সেটা কি আর বলার অপেক্ষা রাখে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন।’