নিউজ ডেস্ক: আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র। আর সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ৭০ হাজার মানুষ নিহত হওয়া সত্ত্বেও আমেরিকা আফগান যুদ্ধে নিজের পরাজয়ের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে।
শুক্রবার দেশটির পার্লামেন্টে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী ইমরান খান। পার্লামেন্টে ইমরান খান তার বক্তব্যে অতীতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে দুঃখ প্রকাশ করেন। কিন্তু তার মতে, এরপরও যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি।
ইমরান খান এর আগেও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে ওই উপস্থিতিকে ‘বিদেশি দখলদারিত্ব’ বলে উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে না জানিয়ে দেশটির ভেতরে অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করে এর আগে ইমরান খান বলেন, তারা অ্যাবোটাবাদে এসে ওসামা বিন লাদেনকে হত্যা করে, শহীদ করে দেয়।
আমাদের মিত্র আমাদের অজ্ঞাতে আমাদের দেশের ভেতরে ঢুকে একজনকে মেরে ফেলে ও আমাদেরকেই জানায় না। আর এরপর পুরো পৃথিবীর মানুষ আমাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছে। সে সময় পৃথিবীর যত দেশে পাকিস্তানিরা ছিল, তাদের ভোগান্তি পোহাতে হয়েছে।’