নিউজ ডেস্ক: করোনার আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৮১ জন ইতালি প্রবাসী দেশটির রাজধানী রোমের উদ্দেশে রওয়া হয়েছেন।
শনিবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে নিয়ে রোমের উদ্দেশে যাত্রা শুরু করে।
বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, ইতালিতে রেসিডেন্ট পারমিটধারী বাংলাদেশি নাগরিকরা বিশেষ ফ্লাইটে সে দেশে যেতে পারছেন।
এর আগে পৃথক দুটি ফ্লাইটে ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি ইতালিতে যান। ইউরোপের অন্যান্য গন্তব্যেও বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান।