নিউজ ডেস্ক: সাহারা মরুভূমি থেকে ধুলোর ঝড় আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছে আমেরিকার দিকে। এবার সেই ঝড়ের আকার নিয়ে একের পর এক উঠে আসছে ভয়ানক তথ্য। নাসার উপগ্রহ চিত্রে আগেই ধরা পড়েছিল এই ঝড়। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ফোর্বস।
ওই প্রতিবেদনে বলা হয়, এই ঝড় সামান্য সময়ে নজরে পড়া কোনো ধুলোর ঝড় নয়। এটি আকারে অনেক বড়। শেষ ৫০ বছরে এমন ঝড়ের কবলে পড়েনি বিশ্ব। তাই এই ঝড়ের নাম দেয়া হয়েছে ‘গডজিলা’।
ধ্বংসলীলা না চালালেও কেউ কেউ বলছেন, এই ধুলোর মেঘে ঢেকে যেতে পারে আকাশ। এতে করে দিনের বেলায় শহরে রাত নামতে পারে। এই ধুলো ঝড়ের দৈর্ঘ্য হতে পারে ৩৫০০ মাইল থেকে ৫৬০০ মাইল পর্যন্ত। এই ধুলো ঝড়ের সরকারি নাম দেয়া হয় ‘গডজিলা’।
এর মধ্যে পাঁচ হাজার মাইল অতিক্রম করে মেক্সিকোতে এসে পৌঁছেছে ‘গডজিলা’। ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনের টুইটারে এই ঝড়ের একটি ছবি শেয়ার করেছে।
ওই ছবিতে দেখা যায়, এই বিশাল ঝড়ের বিস্তৃতি। বলা হয়, দক্ষিণ পশ্চিম আমেরিকায় এই বিশাল ধুলোর ঝড় মেঘের মতো এসে হাজির হবে। বারবার সতর্ক করা হয়েছে, সাধারণ ধুলো ঝড়ের মতো এটি নয়।