সিলেটে বয়স্ক ও বিধবা ভাতার বই বিতরণ

14

নিউজ ডেস্ক: সিলেটে বয়স্ক ও বিধবা ভাতার বই বিতরণ করা হয়েছে। শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর মাদ্রাসা মাঠে ৯ শতাধিক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নতুন বই বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের এমপি, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী।

এ সময় লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আশিক আলী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, যুবলীগ নেতা হেলাল আহমদ ও ছাত্রনেতা জয়ন্ত গোস্বামী।