নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাতে জিতেছে চেলসি। হেরেছে ম্যানসিটি। আর মাঠে না থেকেই চ্যাম্পিয়ন হয়ে গেছে ইংলিশ ক্লাব লিভারপুল।
অথচ এখনও লিগে সাত ম্যাচ বাকি লিভারপুলের।
লিগের ৩১ রাউন্ড শেষে লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট। অন্যদিকে দুই নম্বরে থাকা ম্যানসিটির ঝুলিতে রয়েছে ৬৩ পয়েন্ট। অর্থাৎ বাকি সাত ম্যাচ হারলেও লিভারপুলই চ্যাম্পিয়ন থাকছে।
মাঠে না থেকেও সাত ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে ঐতিহাসিক এক রেকর্ড গড়েছে লিভারপুল।
প্রিমিয়ার লিগে ১০০ বছরের ইতিহাসে এমন রেকর্ড নেই কোনো ক্লাবের।
এত বেশি ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়নি আর কোনো দল।
লিগের ইতিহাসে সর্বোচ্চ পাঁচ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল এতদিন ধরে। এ রেকর্ডে নাম লিখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও এভারটনের।
সর্বপ্রথম রেকর্ডটি হয় ১৯০৭-০৮ মৌসুমে। সেই সময় পাঁচ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয় ম্যানইউ।
১৯৮৪-৮৫ মৌসুমে এভারটন এবং ২০০০-০১ মৌসুমে ম্যানইউ পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে।
সবশেষ ২০১৭-১৮ মৌসুমেও পাঁচ ম্যাচ বাকি রেখে শিরোপা নিজের করে নেয় ম্যানসিটি।
এবার ২০১৯-২০ মৌসুমে সাত ম্যাচ বাকি রেখে শিরোপা নিজের করে নিল লিভারপুল ।
তথ্যসূত্র: গোল ডট কম