বিশ্বকাপ খেলতে পাকিস্তানকে এ কেমন শর্ত দিল ভারত!

85

নিউজ ডেস্ক: ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও আয়োজন করতে চলেছে ভারত।

আর ওই দুটি বৈশ্বিক আয়োজনে চিরবৈরী দেশ পাকিস্তানের অংশ নেয়া নিয়ে তুমুল দ্বন্দ্ব চলেছে।

বিশ্বকাপে অংশ নেয়ার ব্যাপারে দুই দেশ একে অপরকে অদ্ভূত সব শর্ত দিচ্ছে।

ভিসা পেতে যেন কোনো সমস্যায় না পড়তে হয় এবং ভারতে পাক ক্রিকেটাররা যেন কোনো সমস্যায় না পড়েন এ বিষয়ে আইসিসির কাছে এক লিখিত নিশ্চয়তা চেয়ে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কয়েক মাসের মধ্যেই এ দুই বিষয়ে বিসিসিআই -এর অবস্থান জানতে চান পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

ওয়াসিম খানের এমন দাবির পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা অদ্ভুত এক শর্ত দিয়েছে পাক ক্রিকেট বোর্ডকে।

পিসিবির উদ্দেশে ভারতের সংবাদ সংস্থা আইএএনএসকে তিনি বলেছেন, পাকিস্তানও যেন লিখিত গ্যারান্টি দেয় যে, তারা ভারতের আসার জন্য ভিসা চাওয়ার আগে সীমান্তে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে না।

তিনি বলেন, ‘পিসিবি কি আমাদেরকে কোনো লিখিত গ্যারান্টি দিতে পারবে যে, পাকিস্তান সরকার নিশ্চিত করবে, তাদের পক্ষ থেকে ভারতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হবে না। সীমান্তে পাকিস্তানিরা ভারতের ওপর আক্রমণ করবে না। কিংবা পুলওয়ামা টাইপের কোনো ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা করবে না।’

প্রসঙ্গত, কাশ্মীর সীমান্ত বিষয়ে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক সব সময়ই তলানিতে। যে কারণে আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপ ছাড়া ২২ গজে দেখা মেলে দুই দেশের ক্রিকেটারদের।

সম্প্রতি সীমান্ত উত্তেজনা, ভারতের সংসদে ৩৭০ ধারা বিলোপ, পুলাওয়ামায় ভারতী আধাসামরিক বাহিনীর ৪০ সেনা নিহতের বিষয়ে পাক-ভারত সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে।

এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে ২০২১ সালে এবং ২০২৩ সালে পাকিস্তান দলের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে উদ্বেগ থাকছেই।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে