নিউজ ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে দুই লাখ নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসের পরীক্ষা করে রেকর্ড গড়েছে দেশটি। বুধবার এই মাইলফলক অর্জন করে ভারত।
তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১৫ হাজার ১৯৫টি নমুনা টেস্ট করা হয়েছে। এ পর্যন্ত ৭৩ লাখ ৫২ হাজার ৯১১টি নমুনা পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্র মন্ত্রণালয় জানায়, সরকারি ল্যাবে এ পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৫৮৭টি এবং বেসরকারি ল্যাবে ৪৩ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর সঙ্গে একদিনে স্যাম্পেল টেস্টে নজির গড়েছে বেসরকারি ল্যাব। ভারতে করোনায় আক্রান্তদের সুস্থ হওয়ার হার বেড়েছে।
বর্তমানে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৬৮৪ জনে। সাম্প্রতিক সময়ে সুস্থতার হার ৫৬.৭১ শতাংশ।