নিউজ ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বারডেম মহিলা ও শিশু হাসপাতালের (বারডেম জেনারেল হাসপাতাল-২) আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এর আগে আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে সামনের রাস্তায় নেমে আসেন রোগীরা।
নজরুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালটির চারতলায় এসির পাশে জমে থাকা আবর্জনায় এই আগুন লাগে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।