নিউজ ডেস্ক: জুয়ারীদের সাথে জুয়া না খেলায় একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলাকারীরা ঘরের আসবারপত্র ভাঙচুর ও লুটপাট করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহত আমেনা বেগম বুধবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আমেনা বেগম উল্লেখ করেন, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় বুধবার দুপুরে তার বড় বোনের জামাই শরাফত আলী প্রতিদিনের মত কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় কাঁচপুর সেনপাড়ার নুরুল হকের ছেলে সজিব শরাফত আলীকে কাজে না গিয়ে তার সাথে জুয়া খেলতে বলে।
এতে শরাফত আলী রাজি না হওয়ায় সন্ত্রাসী সজীব, নুরুল হক, শামীম, সীমাসহ আরো অজ্ঞাত ৬-৭ জন শরাফতকে পিটিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে আমেনা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে হামলাকারীরা আমেনার বাড়িতে প্রবেশ করে তার ভাই সোহেল ও তার মাকে মারধর করে ঘরের আসবারপত্র ভাঙচুর ও লুটপাট করে।
আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আমেনা বেগম বুধবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি তদন্ত শরিফ আহমেদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।