১৫ জুলাই পর্যন্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

7

নিউজ ডেস্ক: আগামী ১৫ জুলাই পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠনসহ সাংগঠনিক কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত ছিল। কিন্তু করোনা মহামারি ব্যাপক বিস্তারের কারণে এ স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু হবে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২২ মার্চ প্রথম দাফায় সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয় বিএনপি। ওই সিদ্ধান্ত ১৫ এপ্রিল পর্যন্ত বহাল ছিল। পরে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা বাড়িয়ে ২৫ মে পর্যন্ত করা হয়।

এরপর তৃতীয় দফায় সময় বাড়িয়ে ২৫ জুন পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল বিএনপি। এবার তা আরও বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হলো।