নিউজ ডেস্ক: ওয়ারী এলাকাকে লকডাউনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে লকডাউনের বিষয়ে সরকারি ঘোষণার অপেক্ষায় তারা রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে লকডাউন বাস্তবায়ন নিয়ে বৈঠক ডেকেছিল দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু গতকাল রাত ৯টার দিকে পূর্ব নির্ধারিত মিটিংটি বাতিল করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় ডিএসসিসি।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক বলেন, লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর আমরা এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেবো।
মদাদুল হক আরো বলেন, লকডাউন এলাকায় মানুষের খাদ্যসামগ্রী সরবরাহ, নমুনা সংগ্রহ, হোম কোয়ারেন্টাইন, মোবাইলকোর্ট পরিচালনা, টেলিমেডিসিন সার্ভিস, মৃতদেহ সত্কার, রোগী পরিবহন, হোম ডেলিভারি, কর্মহীনদের খাদ্য ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটিসহ অন্যান্য ব্যবস্থাপনা কীভাবে করা হবে—সে বিষয়ে আমরা কাজ করছি।