নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর একদিনে সর্বোচ্চ ১৬ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত করেছে ভারত। বুধবার এই সংক্রমণ শনাক্তের পর রাজধানী দিল্লিতে স্থাপন করা নতুন চিকিৎসা কেন্দ্র ব্যবস্থাপনার জন্য সেনাবাহিনী তলব করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
চার লাখ ৫৬ হাজারের বেশি আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত বিশ্বের চতুর্থ করোনাভাইরাস উপদ্রুত দেশ ভারত। এর চেয়ে বেশি আক্রান্ত রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া। লকডাউন শিথিল করায় ভারতে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
দুই কোটি বেশি মানুষের আবাসস্থল ভারতের রাজধানী দিল্লিতেও বুধবার রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে। এদিন তিন হাজার ৯০০ জনের বেশি আক্রান্ত শনাক্ত হয়। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী সেখানে কোভিড-১৯ রোগীদের জন্য হাসপাতাল শয্যা রয়েছে ১৩ হাজার চারশোটি। এর মধ্যে ছয় হাজার দুইশোটিতে ইতোমধ্যে রোগী রয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে দিল্লিতে নতন করে ২০ হাজার শয্যা প্রস্তুত করা হবে। অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে তৈরি এসব শয্যা পরিচালনা করবে সেনাবাহিনীর ডাক্তার ও নার্স। এর মধ্যে থাকবে একটি ধর্মীয় কেন্দ্র ও ট্রেনের কোচকে হাসপাতাল বানিয়ে সেখানে দশ হাজার শয্যা প্রস্তুত করা হবে।
রাজ্য সরকারের ধারণা আগামী জুলাই মাসের শেষ নাগাদ দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৫০ হাজার ছাড়িয়ে যাবে। ওই সময়ে দেড় লাখ শয্যার প্রয়োজন পড়েবে।