নিউজ ডেস্ক: চরফ্যাশন উপজেলার শশীভূষণে মাকে নির্যাতনকারী ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করেছে শশীভূষণ থানা পুলিশ। মঙ্গলবার সকালে জাহাঙ্গীর আলম এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় থানার এসআই মোহাম্মদ জামান ফোর্স নিয়ে তাকে আটক করেন।
পুলিশ জানায়, চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মতলব মালের ছেলে জাহাঙ্গীর, মেয়ে ও স্ত্রীসহ তার ৮০ বছরের বৃদ্ধা মা কোহিনুর বেগমকে অমানবিক নির্যাতন করে ফেলে রাখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে স্থানীয় রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির পণ্ডিত ও শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের নজরে আসে। শশীভূষণ থানার ওসির তাকে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন।
শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিজের মাকে নির্যাতনকারী জাহাঙ্গীর থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হবে।