নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় পর্যায় নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। সেখানে এখন মহামারীর দ্বিতীয় পর্যায় চলছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
কোরিয়া সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (কেসিডিসি) প্রধান জিয়ং ইউন-কিয়ং জানান, করোনাভাইরাসের প্রথম পর্যায় এপ্রিল পর্যন্ত স্থায়ী ছিল।
মে মাস থেকে থেকে, রাজধানী সিউলের নাইটক্লাবগুলো সহ আরও কিছু জায়গায় নতুন করে প্রাদুর্ভাব দেখা দেয়।
নতুন করে প্রাদুর্ভাব দেখা দেওয়ার আগে প্রতিদিনের শনাক্ত রোগীর সংখ্যা হাজারের কাছাকাছি থেকে কমে শূন্যতে এসে ঠেকেছিল।
সোমবার কর্মকর্তারা জানান, ২৪ ঘণ্টায় ভিন্ন ভিন্ন অফিস ও গুদামে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২০ জানুয়ারি দেশটিতে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর মোট ২৮০ জন মারা গেছে। সব মিলিয়ে ১২ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের বেশ কয়েকটি বড় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বগতিতে। একই সময়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও করোনা সংক্রমণের ঘটনা উদ্বেগজনক।
রোববার বিশ্বে এক লাখ ৮৩ হাজার করোনা পজিটিভ এসেছে। গত ডিসেম্বরের শেষ দিনে প্রথম ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় এটিই সবচেয়ে বেশি।