পাবনায় আরও ৪৩ জনের করোনা শনাক্ত

11

নিউজ ডেস্ক: পাবনায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ৩১৪ জন।

সোমবার (২২ জুন) রাতে পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল এ তথ‌্য জানান।

তিনি বলেন, রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ৪৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪০ জন পাবনা সদর উপজেলার ও বাকি ৩ জন চাটমোহর উপজেলার।

জেলায় করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে পাবনা সদরের অবস্থান। এখানে আক্রান্ত ১৯৭ জন। দ্বিতীয় অবস্থানে সুজানগর উপজেলায় আক্রান্ত ৩৬ জন। এছাড়া ঈশ্বরদীতে ১৮ জন, আটঘরিয়ায় ১৩ জন, ভাঙ্গুড়ায় ১৪ জন, চাটমোহরে ১০ জন, সাঁথিয়ায় ১৯ জন, ফরিদপুরে ৪ এবং বেড়ায় ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, পাবনা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল।