পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা নিহত : চাপে নরেন্দ্র মোদি

127

নিউজ ডেস্ক: চীন, নেপাল ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে বিরোধী তীব্র আকার ধারণ করেছে। গত ১৫ জুন লাদাখে চীনের সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ২৩ ভারতীয় সেনা নিহত হয়। এই উত্তেজনার মধ্যেই নেপাল সীমান্তে বাধ নির্মাণে বাধার সম্মুখীন হয় ভারত।

এবার পাকিস্তান সীমান্তে সোমবার রাতভর সংঘর্ষের পর এক ভারতীয় সেনা মারা গেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত এক মাসে জম্মু এবং কাশ্মীরের এই নিয়ন্ত্রণ রেখায় ভারতের চারজন সেনা মারা গেল।

ৎভারতের দাবি, কাঠুয়া জেলায় পাকিস্তানের দিক থেকে বিনা উস্কানিতে আগে আক্রমণ করা হয়। এ সময় নওশের সেক্টরে দায়িত্বরত এক সদস্য গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।

এর আগে গত ৪ এবং ১০ জুন পাকিস্তানি সেনার গুলিতে ভারতের দুইজন নিহত হন। পরে ১৪ তারিখ মারা যান আরেকজন।