নিউজ ডেস্ক: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়ালো। একদিনে প্রথমবার চারশর বেশি মৃত্যু হয়েছে দেশটিতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৪৫ জন মারা গেছেন করোনায়। তাতে মোট মৃত্যু ১৩ হাজার ৬৯৯ জন।
একদিনে ১৪ হাজার ৮২১ জনের আক্রান্তের খবর দিয়েছে মন্ত্রণালয়। মোট আক্রান্ত ৪ লাখ ২৫ হাজার ২৮২ জন। কোভিড-১৯ রোগী শনাক্তে বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরে চতুর্থ স্থানে ভারত।
সুস্থতার হারে কিছুটা উন্নতি হয়েছে, দেশে শনাক্তের বিবেচনায় ৫৫.৭৭ শতাংশ মানুষকে ভাইরাসমুক্ত ঘোষণা করা হয়েছে। একদিনে ৯ হাজার ৪৪০ জন সুস্থ হয়েছেন, মোট ২ লাখ ৩৭ হাজার ১৯৬ জন।
একদিনে ৩ হাজার আক্রান্তে দিল্লি তামিলনাড়ুকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে। ১ লাখ ৩২ হাজারের বেশি আক্রান্ত নিয়ে সবার উপরে মহারাষ্ট্র, সর্বোচ্চ ৬ হাজার ১৭০ জনের মৃত্যু হয়েছে এই রাজ্যে। আক্রান্তের সঙ্গে মৃত্যুর হিসাবেও দিল্লি দ্বিতীয় স্থানে, ২ হাজার ১৭৫ জন।