নিউজ ডেস্ক: ডাকাতি করার প্রস্তুতিকালে সিরাজগঞ্জে চাকরিচ্যুত এক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। গত ২০ জুন, শনিবার মধ্যরাতে জেলার সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়ক থেকে অপু কুমার (২৭) নামের ওই যুকব দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক হন। তার বাড়ি শহরের বাহিরগোলা মারোয়ারিপট্টি মহল্লায়।
জানা গেছে, সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের সয়দাবাদ হাইস্কুলের সামনে সশস্ত্র সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন চাকুরিচ্যুত পুলিশ সদস্য অপু কুমার। এসময় পুলিশের ধাওয়ায় সহযোগীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় হাসুয়াসহ অন্যান্য দেশীয় অস্ত্র।
পুলিশ জানায়, ধরা পড়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু জানিয়েছে সড়কে দড়ি টানিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শনিবার গভীর রাতে সয়দাবাদ হাইস্কুলের সামনের সড়কে রশি টানিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাসুয়া ও অন্যান্য সারঞ্জমসহ সে আটক হয়। অপু আগে পুলিশে চাকরি করতো। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে চাকরিচ্যুত করা হয়।’
গতকাল ২১ জুন, রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।