পুলিশে করোনা আক্রান্ত ৯ হাজার ছুঁইছুঁই

33

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে নিজ দায়িত্বের পাশাপাশি নানামুখী বাড়তি দায়িত্বও পালন করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ সদস্যরা। এ অবস্থায় একক পেশাজীবি হিসেবে ভাইরাসটিতে সবেচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছেন এই পুলিশ সদস্যরা। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্তের চার মাস চলছে। এর মধ্যেই বাহিনীটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজারে দাঁড়িয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে পুলিশের বিভিন্ন ইউনিট মিলে এখন পর্যন্ত ৮ হাজার ৮৪৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩০ জন সদস্য।

রোববার (২১ জুন) পুলিশ সদর দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী এ তথ্য জানা গেছে। তবে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার কারণে আক্রান্তদের বেশিরভাগ সদস্যই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৫ হাজার ৪০৮ জন সদস্য সুস্থ হয়েছেন। যাদের অধিকাংশই পুনরায় কাজে যোগ দিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। পুলিশে একক ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ২ হাজার ১২০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, পুলিশের আরও ৩ হাজার ৪৫০ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন আরও ৯ হাজার ৩৭৫ পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।