নিউজ ডেস্ক: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাসুম আজিজ।
সপ্তাহ খানেক ধরে তিনি জ্বরে ভুগছিলেন; শনিবার তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শনিবার তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
মাসুম আজিজ করোনায় আক্রান্ত কিনা এমন প্রশ্নের জবাবে গোলাম কুদ্দুছ জানান, হাসপাতালে ভর্তির আগেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। রোববার হাতে আসা করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
তিনি জানান, মাসুম আজিজের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।
৬৮ বছর বয়সী এ অভিনয়শিল্পী কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন; চার বছর আগে তার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরার পর রিং বসানো হয়েছিল।
এছাড়াও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীতে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে মঞ্চনাটকে খ্যাতি পান।
হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য) পেয়েছেন মাসুম আজিজ।
‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়।
সর্বশেষ তার রচনা ও নির্দেশনায় মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’।