নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকালের (শনিবার) চেয়ে আরও কিছুটা উন্নতি হয়েছে।
রোববার জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সবদিক দিয়ে গতকালের (শনিবার) চাইতে কিছুটা উন্নতি হয়েছে। ফুসফুসের সংক্রমণও আরও কমছে। তবে গলার ব্যথা এখনো পুরোপুরি কমেনি।
মিন্টু জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই জাফরুল্লাহ চৌধুরী ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ: ২০২০-২১ বাংলাদেশ বাজেট’ শিরোনামে একটি লেখা লিখেছেন। এই লেখা তিনি দেশের বিশিষ্টজনদের কাছে পাঠাবেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত। তবে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
৭৯ বছর বয়সী প্রবীণ এই চিকিৎসক অনেক দিন থেকে কিডনি রোগেও ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।
জাফরুল্লাহ চৌধুরী নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।