নিউজ ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য আগামী ২৮ জুন উড়াল দিবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরকে লক্ষ্য করে ২৯ জন ক্রিকেটারকে নিয়ে মোট ৪৩ সদস্যের দল নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে লাহোর থেকে ২৮ জুন চার্টার্ড বিমানে করে ইংল্যান্ডে পাড়ি জমাবেন ৪২ জন।
দলের সঙ্গে যাবেন না শোয়েব মালিক। পাকিস্তান জাতীয় দলের এই অলরাউন্ডার নিজের স্ত্রী সানিয়া মির্জা ও পুত্র ইজহান মির্জা মালিকের সঙ্গে দেখা করে একাই ইংল্যান্ডের উদ্দেশ্যে ২৪ জুলাই উড়াল দিবেন। পিসিবিও সেই সুযোগ করে দিয়েছে মালিককে। মূলত মানবিক দৃষ্টিকোণের জায়গা থেকে বিবেচনা করে শোয়েব মালিককে এই সুযোগ দিয়েছে পিসিবি।
সর্বশেষ পাঁচ মাস আগে স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা হয়েছিল শোয়েব মালিকের। এরপরে পাকিস্তান সুপার লিগ খেলার জন্য মালিক পাকিস্তানে অবস্থান করছিলেন। আর সানিয়া এক বছরের পুত্র সন্তান ইজহানকে নিয়ে ছিলেন ভারতের হায়দরাবাদে বাবা-মায়ের সঙ্গে। পিএসএল শেষ হওয়ার আগেই ভারত, পাকিস্তান দুই দেশেই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। যার ফলে ভ্রমণ জটিলতার মুখে পড়েন তারা। মালিককেও তাই রয়ে যেতে হয় শিয়ালকোটে বাবা-মায়ের সঙ্গে।
অবশেষে ধীরে ধীরে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে যাচ্ছে। আর তাই শোয়েব-ইজহান-সানিয়ার দেখা হওয়ার সম্ভাবনাও বাড়তে থাকে। আর তাই ইংল্যান্ডে খেলতে যাওয়ার আগে নিজের পরিবারকে দেখে যেতে পিসিবি’র কাছে অনুমতি চান শোয়েব।
শোয়েব মালিকের বিষয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াশিম খান বলেন, ‘আমাদের অনেকের মতো, শোয়েব মালিক তাঁর পরিবারকে পাঁচ মাসের মতো দেখেনি। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা এবং কোভিড-১৯ এর কারণে আন্তর্জাতিক ভ্রমণের বিধি নিষেধ থাকায় তাঁর পক্ষে সেটি সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে এই জটিলতা কেটে যাচ্ছে। আর তাই তাদের পরিবারের একত্রিত হওয়ার সম্ভাবনাও বাড়ছে। আর তাই মানবিক দৃষ্টিকোণ থেকে শোয়েবের পরিবারের সঙ্গে থাকতে চাওয়ার এই অনুরোধ পিসিবি সম্মানের সঙ্গে মেনে নিয়েছে।’
এদিকে ২৪ জুলাই শোয়েবের ইংল্যান্ড যাওয়ার বিষয়ে রাজি হয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডও। শোয়েবও ব্রিটিশ সরকারের দেওয়া নিয়ম মেনেই দেশটিতে ভ্রমণ করবে।
ওয়াশিম খান এই বিষয়ে আরও যোগ করেন, ‘আমরা ইসিবির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। তারা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে এবং রাজিও হয়েছে। তারা শোয়েবকে ২৪ জুলাই ইংল্যান্ডে আসতে সাহায্য করবে। শোয়েব ব্রিটিশ সরকারের সব নিয়ম মেনেই এখানে আসবে।’
জুলাইয়ের শেষ সপ্তাহ লর্ডসে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ। তবে শোয়েব মালিক টেস্ট না খেলায় সে সময় কোয়ারেন্টাইনে থাকবেন এই ক্রিকেটার।