তিস্তার পানি বিপদসীমার ২০ সে.মি ওপরে

27

নিউজ ডেস্ক: নীলফামারীর ডালিয়ার তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিন দিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদজনভাবে বৃদ্ধি পেয়েছে। ২০ জুন, শনিবার সকাল ৯টায় ওই ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে ছিলো।

এতে করে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ক্রমাগত পানি বৃদ্ধির কারণে তিস্তা পাড়ের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানায়, শুক্রবার রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে। রাত ৩টার দিকে পানি বিপদসীমা অতিক্রম করে। শনিবার সকাল ৯টার দিকে পানি ৫২ দশমিক ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় (বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)। পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘তিস্তার পানি আজ সকাল ৯টা থেকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

এদিকে তিস্তায় পানি বৃদ্ধির ফলে সর্ব উত্তরের এই জেলাটির ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন চর এবং নিম্নাঞ্চল ডুবে গেছে।