নিউজ ডেস্ক: শনিবার (২০ জুন) সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার সকালে করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভি আসে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভাষা সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক, প্রথিতযশা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
শনিবার (২০ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
শুক্রবার সকালে করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভি আসে। পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে ঢাকা ট্রিবিউনকে জানান তার মেয়ে বন্যা লোহানী। এর আগে, গত ১৭ জুন কিডনি জটিলতার কারণে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি হন তিনি।
১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গ্রামে জন্মগ্রহণ কিংবদন্তি সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কামাল লোহানী করেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন, ভারত ভাগ ও ভাষা আন্দোলনের জীবন্ত সাক্ষী হয়ে বেড়ে উঠেন।