নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ বিশ্বাস ও দুইজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২০ জুন) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে দুইজন চিসিৎসক এবং ভাইস চেয়ারম্যানসহ ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ছয়জন, মুকসুদপুর উপজেলায় চারজন, কাশিয়ানী উপজেলায় তিনজন ও কোটালীপাড়া উপজেলায় দুইজন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নতুন আক্রান্তদের নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে। এর মধ্যে চিকিৎসক, নার্সসহ ৪৩ জন স্বাস্থ্যকর্মী। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে সাতজন।