নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক মণ গাঁজা উদ্ধার করেছে র্যাবের সদস্যরা। এ সময় এক যুবককে আটক করা হয়।
শনিবার (১৯ জুন) দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক শেখ আলম (৩৫) বাগেরহাটের সদর উপজেলার ডেমা এলাকার আক্কাস শেখের ছেলে।
সকাল ৯টার দিকে পাঠানো প্রেস রিলিজে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলমকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৪০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। তার বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।