নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পানিতে ডুবে পাভেল (৫) ও দেলোয়ার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার এ ঘটনা ঘটে। শিশু পাভেল উপজেলার নোয়াপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে ও দেলোয়ার একই এলাকার হারিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ঘাটে হাওরের পানিতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করার সময় পাভেল ও দেলোয়ার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির করেও শিশু দু’টিকে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলে পরিবারের লোকজন হাওরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।