নিউজ ডেস্ক: চীনের বাজারে বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশই শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা পেয়েছে। এর ফলে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের ৫ হাজার ১৬১টি পণ্য শুল্ক মুক্ত রপ্তানির সুবিধা পাবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বিষয়টি জানিয়েছেন বলে বার্তায় বলা হয়।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে এ ঘোষণা কার্যকর হবে।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির এটা বড় অর্জন। বেইজিংয়ের এই ঘোষণার ফলে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যই শুল্ক মুক্ত সুবিধা পাবে। এক অর্থে এটাকে শত ভাগ শুল্ক মুক্ত রপ্তানি সুবিধাও বলা যায়।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের বাজারেও যাতে বাংলাদেশের পণ্য শুল্ক মুক্ত সুবিধা পায় সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।