ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইট চালু হচ্ছে রবিবার

18

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী ঠেকাতে প্রায় দুই মাস স্থগিত থাকার পর পুনরায় ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইট চালু হতে যাচ্ছে। ২১ জুন, রবিবার থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন এই তথ্য জানান।

এ বিষয়ে মোকাব্বির হোসেন বলেন, ‘রবিবার থেকে সপ্তাহে একবার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।’ এছাড়াও আগ্রহী ভ্রমণকারীদের ০১৭৭৭৭১৫৬১৩-১৬ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, করোনাভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কাতার এয়ারওয়েজের ঢাকা-দোহা ফ্লাইট শুরু হয়েছে। সপ্তাহে তিনদিন এই রুটে ফ্লাইট চলবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ মফিদুর রহমান বলেন, ‘ধীরে ধীরে সকল রুটে আবারো ফ্লাইট শুরু হবে। বিমান চলাচল শুরু করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর অনুমতি প্রয়োজন।’

প্রসঙ্গত, মহামারীর কারণে গত মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।