নিউজ ডেস্ক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ভূঞাপুর পৌর শহরের গারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাজিব ভূঞাপুর পৌরসভার গারাবাড়ি এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে রাজিব বাড়িতে চলে আসেন। প্রায় তিন মাস ধরে তিনি বাড়িতেই ছিলেন।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বাড়ির সীমানার আমগাছে তিনি আম পাড়তে যান। এ সময় তার চাচাতো ভাই জিহাদ আম পাড়তে নিষেধ করেন। রাজিব তার নিষেধ উপেক্ষা করে কয়েকটি আম পাড়েন। পরে তিনি গাছ থেকে নেমে আসলে জিহাদ ক্ষুব্দ হয়ে ধারালো দা দিয়ে রাজিবকে কুপিয়ে আহত করেন।
রাশিদুল ইসলাম জানান, গুরুত্বর আহত অবস্থায় রাজিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।