প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক পলাতক

17

নিউজ ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক প্রতিবন্ধী (১৩) কে ধর্ষণের অভিযোগ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ধর্ষক পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য বেলকা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ২ সন্তানের জনক ভ্যান চালক রাজু মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে পশ্চিম বেলকা গ্রামের দিনমজুরের শারীরিক প্রতিবন্ধি কন্যাকে ধর্ষণ করে আসছিলেন।

গত মঙ্গলবার ওই প্রতিবন্ধী রাজুকে বিয়ে করার চাপ দিলে সে এই মুহূর্তে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন। এরই এক পর্যায় স্থানীয়রা রাজুকে আটক করে বিষয়টি সমাধানের জন্য উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে হাজির করে। ধর্ষক রাজুর পরিবারের লোকজন উপস্থিত না হওয়ায় স্থানীয়রা রাজুকে নিয়ে ফিরে আসে। মঙ্গলবার রাতেই রাজু পালিয়ে যায়।

পারিবারিক সূত্র জানায়, ওই প্রতিবন্ধী পাঁচগাছি শান্তিরাম গ্রামের নানার বাড়িতে থেকে বেলকা ইউনিয়নের একটি বালিকা বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়ালেখা করত। ভ্যানচালক রাজু মিয়া প্রতিদিন তাকে ভ্যানে করে নিয়ে স্কুলে আসা-যাওয়া করত। এই সুযোগে ভ্যানচালক প্রতিবন্ধী মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

গত বুধবার (১৭ জুন) রাতে প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছেন। মামলা তদন্তকারী এসআই শামসুল হক জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।