নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার মধ্যরাতে আশুলিয়ার বেরন এলাকার বাবুল মিয়ার মালিকানাধীন বাড়ির একটি ঘর থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রত্না আক্তার (২১) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হলুদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
আশুলিয়া থানার এসআই আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙ্গে রত্নার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিনি আরও জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।