নিউজ ডেস্ক: পাবনার চাটমোহরে স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধান সহকারী কাম হিসাব রক্ষকের মধ্যে অশ্লীল বাক্যালাপকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
তবে স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধান সহকারী নিজেদের নির্দোষ দাবি করে পরস্পরকে দোষারোপ করেছেন।
হাসপাতালের কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে মার্চ মাসের একটি প্রশিক্ষণের বিল ভাউচার তৈরির জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমান প্রধান সহকারী নুরুল ইসলামকে নির্দেশ দেন। কিন্তু প্রধান সহকারী কয়েকদিন অতিবাহিত হলেও বিলটি তৈরি করেননি।
এর কারণ জানতে চাইলে প্রধান সহকারী বাজে আচরণ করেন। এরপর দুজনের মধ্যে শুরু হয় অশ্লীল ব্যাকালাপ। পরে স্বাস্থ্য কর্মকর্তা রেগে গিয়ে প্রধান সহকারীর টেবিলের ওপর রাখা কয়েকটির ভাউচার ছিঁড়ে ফেলে নিজ কক্ষে চলে যান।
এরপরেই প্রধান সহকারী স্বাস্থ্য কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন বলে অভিযোগ ওঠে। সেসময় হাসপাতালের অন্য স্টাফরা গিয়ে দুজনকে নিবৃত করার চেষ্টা করেন। পরে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এদিকে ঘটনা শোনার পর হাসপাতালে ছুটে যান পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল। তাৎক্ষণিক তিনি হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বসে ঘটনার বিবরণ শোনেন এবং পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।