নিউজ ডেস্ক: দেশে করোনা মহামারীর জেরে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হলেও যাত্রী স্বল্পতার কারণে সাময়িক বন্ধ হচ্ছে চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস।
করোনাজনিত ছুটি তুলে নেওয়ার পর গত ৩১ মে থেকে পুনরায় চালু হয়েছিল এই ট্রেনটি। সামাজিক দূরত্ব বজায় রাখতে অনলাইনে ধারণ ক্ষমতার ৫০ ভাগ আসন বিক্রি করা হচ্ছিল।
তবে রেলওয়ের একটি সূত্র জানায়, অধিকাংশ টিকেটই অবিক্রিত থাকায় রেল কর্তৃপক্ষ সোনার বাংলা এক্সপ্রেস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আগামী শনিবার থেকে ট্রেনটি বন্ধ থাকবে।
চট্টগ্রাম-ঢাকা রুটে সোনার বাংলা বন্ধ থাকলেও এই রুটে আরেক বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস চলাচল অব্যাহত থাকবে বলে পূর্বাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে।